যে-কোনও ধরনের গদ্যরচনায় সুনীল গঙ্গোপাধ্যায় পাঠককে মায়ামুগ্ধ করে রাখতে পারেন। তাঁর উপন্যাস ও গল্পের আশ্চর্য নির্মিতি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিপুল পরিমাণ কথাসাহিত্য ছাড়াও তিনি এ যাবৎ যেসব অজস্র প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন, সেগুলিও এক-একটি আশ্চর্য সৃষ্টি। বিভিন্ন সময়ে লেখা, বিভিন্ন বিষয়ের সেইসব রচনা নামী-অনামী পত্র-পত্রিকায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। অগ্রন্থিত এইসব লেখা থেকে বাছাই করে বত্রিশটি ছোট-বড় রচনা সংকলিত হয়েছে এই গ্রন্থে। রচনাগুলি মূলত বাংলা সাহিত্যের বিভিন্ন প্রতিষ্ঠিত কিংবা বিস্মৃত স্রষ্টা ও তাঁদের সৃষ্টি সম্পর্কে লেখকের ব্যক্তিগত অনুভূতির বাণীরূপ। অন্তরঙ্গ স্মৃতির ছোঁয়ায় প্রতিটি রচনা প্রাণবন্ত। স্বচ্ছন্দ অনায়াস গদ্যের নিবিড় স্পর্শে আদ্যন্ত সুখপাঠ্য। একই সঙ্গে আবার বহু অজানা স্মৃতিরঙ্গের ঝলকে উদ্ভাসিত। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সতীনাথ ভাদুড়ী, কমলকুমার মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সৈয়দ মুজতবা আলী, শিবরাম চক্রবর্তী, মহেন্দ্রনাথ দত্ত, জ্যোতিরিন্দ্র নন্দী, কাজী নজরুল ইসলাম, জগদীশ গুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, আবু সয়ীদ আইয়ুব প্রমুখ আরও অনেকের প্রতি লেখকের শ্রদ্ধা, সম্মান, প্রীতি, ভাললাগা এবং ভালবাসার অকৃত্রিম আত্মকথন ধরা রইল এই ভিন্নস্বাদের গ্রন্থে।
Reviews
There are no reviews yet.