বাংলাদেশের অসামান্য এক রূপকথার গল্প ‘কিরণমালা’। রূপকথার জাদুকর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার গল্পটিকে সংকলিত করে রেখেছেন তাঁর অপরূপ ‘ঠাকুরমার ঝুলি’তে। সেই ‘কিরণমালা’র ছায়া নিয়েই একালের রূপকথার ঐন্দ্রজালিক শৈলেন ঘোষের রচনা এক আশ্চর্য শিশু-নাটিকা— ‘অরুণ বরুণ কিরণমালা’।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.