প্রথম উৎসাহ দিয়েছিলেন বিমল কর। তঁার উৎসাহতেই ছোটগল্পের গণ্ডিকে অতিক্রম করে উপন্যাস রচনায় হাতেখড়ি অভিজিৎ তরফদারের। প্রথম উপন্যাস ‘মহাজাগতিক’ প্রকাশমাত্রই পাঠকমহলে প্রশংসিত হয়েছিল। তারপর বিভিন্ন শারদীয়া সংখ্যায় প্রকাশিত তঁার উপন্যাসগুলি পাঠকচিত্তে ভাবনার রসদ জুগিয়েছে। এই গ্রন্থে স্থান পেয়েছে তঁার মহাজাগতিক, অপত্য, জাতক, ঐতিহাসিক, জেগে থাকো অংশুমান, গোধূলিবেলায়, আকাশপ্রদীপ, বিকেলের রং, অনচ্ছ অতীত এবং মরুদেশ কথা।
Reviews
There are no reviews yet.