নীললোহিত এক চিরবাউন্ডুলে নবীন যুবা। তার চরণ-বিচরণ জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কখনও-বা স্বপ্নের দিকশূন্যপুরে। নীললোহিতের জীবনে ঘটে যায় কত কিছু! খোলা মনে সে জানে জীবনকে দেখতে। তাই জীবন তার কাছে বহুবর্ণী নকশিকাঁথার মতোই চিত্র-বিচিত্র। বন-পাহাড়-নদী— প্রকৃতির আনাচ-কানাচ পেরিয়ে মনের গহনে নীললোহিতের নিত্য আনাগোনা। চরিত্রগুলির সুখ-দুঃখ আনন্দ-বেদনা নীললোহিতের অন্তরে তীব্রস্বরে বেজে ওঠে আর তাই কলমে-আঁচড়ে রূপ পায়— হয়ে ওঠে রূপাতীত। নীললোহিতের লেখা যেন পাঠকের নিজেরই দর্পণ, পাঠক নিজেকেই বারবার আবিষ্কার করে এই সব লেখার মধ্যে নতুন করে, চেনে নতুন রূপে।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.