স্বয়ং রবীন্দ্রনাথ যাঁকে আখ্যাত করেছিলেন ‘আমার সকল গানের ভাণ্ডারী’ অভিধায়, সেই দিনেন্দ্রনাথ ঠাকুরকে আজ আমরা অনেকেই শুধু নামে চিনি। সে-চেনাও যে কত আংশিক তা ধরা পড়ে যখন শোভন সোমের মতো কোনও অনুসন্ধানী গবেষক মনে করিয়ে দেন যে, এই ‘দিনেন্দ্রনাথ’ নামটিও তাঁর আসল নাম নয়, তাঁর স্বনাম ভিন্ন। বস্তুত, শুধু স্বনামেই নয়, দিনেন্দ্রনাথকে স্বগৌরবে চিনিয়ে দিতেই এই বিপুল পরিশ্রমসাধ্য তথ্যভিত্তিক গ্রন্থ। এখানে একদিকে দিনেন্দ্রনাথের কৌতূহলকর জীবনকথা, তাঁর সঙ্গ থেকে নিঃসঙ্গতায় নিক্ষিপ্ত হবার করুণ ইতিহাস, স্বরবিতানের সাম্রাজ্য থেকে ধীরে-ধীরে অপবাহিত হবার সদৃষ্টান্ত চাঞ্চল্যকর বিবরণ। অন্যদিকে, জীবনী, চিঠিপত্র, পত্রপত্রিকা ও স্মৃতিসাক্ষ্য—এমনতর সমূহ উপাদান মন্থন করে নানান বিচিত্র ক্ষেত্রে রবীন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথের পারস্পরিক সম্পর্কের এক অসামান্য খতিয়ানও এই বইতে—যা কিনা নতুন আলোয় দেখতে সাহায্য করে এই দুই ব্যক্তিত্বকে। বহু বিস্মৃত, অগোচর, দুর্লভ ও অভাবিত তথ্যে সমৃদ্ধ এই বই রবীন্দ্রচর্চার ক্ষেত্রে এক অপরিহার্য সংযোজন।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.