রূপমের লেখা গান সম্পর্কে এ-যুগের অন্যতম কথাসাহিত্যিক প্রচেত গুপ্ত বলেছেন, ‘আধুনিক বাংলা গানে রূপমই সেই হাতে গোনা শিল্পীদের একজন যিনি নিজের লেখা কথায় নয়, নিজের লেখা কবিতায় সুর দিয়েছেন। রূপমের গান যেমন শোনবার, তেমন কবিতা হিসেবে পড়বার। শব্দে, বাক্যে সে জীবনকে, সমাজকে বুঝতে চায় একজন যথার্থ কবির মতোই।’ গানের বিষয়, ভাষা, কথনভঙ্গিমা রূপমের একান্তই নিজস্ব। নিবেদিতপ্রাণ এক বাংলা রকার হিসেবে তিনি জানিয়ে দিতে পেরেছেন, রক মিউজ়িকের গভীরতা, ধরন, দর্শন, উদ্দেশ্য অন্য। জীবনের অভিজ্ঞানের সঙ্গে অনায়াসে মিলিয়েছেন গানের প্রতি দায়বদ্ধতা। কখনও উচ্চকিত কণ্ঠের উল্লাসে, কখনও বেদনাতাড়িত নিচু গলায়। রূপমের গান সর্বার্থেই আধুনিক বাংলা গানের একটি অতি গুরুত্বপূর্ণ ধারা। তাঁর গানের কথা, সুর, বাংলা আধুনিক গানের প্রচলিত শাস্ত্রের সমান্তরাল অন্য এক নতুন পথের সন্ধান দিয়েছে। কাব্যপ্রতিভা এবং গভীর জীবনবোধ ছাড়া এই কাজ করা যায় না। রূপমের গানের সামগ্রিক সংকলনের প্রথম খণ্ড, অতিতরুণ বয়সের ‘আকাশপন্থী’ হয়ে উঠবার অদম্য ইচ্ছেয় ফেরত গিয়ে শুরু হয়েছে। তারপর গানে গানেই চরৈবেতি, এক গান ডেকে এনেছে অন্য গানকে। এভাবেই সারল্য কথা বলেছে অভিজ্ঞতার সঙ্গে। তৈরি হয়ে উঠেছে আদানপ্রদান, চলাচল, গতিময়তা। ‘গান-লেখক’ রূপমের এ-এক নতুন আনন্দ-অর্ঘ্য।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.