হাসির গল্প লেখাটাই বেশীরভাগ ক্ষেত্রে যেকালে হাস্যকর অপচেষ্টা, সে-যুগে তারাপদ রায়ের ‘কাণ্ডজ্ঞান’ বা ‘বিদ্যাবুদ্ধি’র উত্তরোত্তর বিপুল জনপ্রিয়তা আপাতদৃষ্টিতে কিছুটা বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে, তারাপদ রায়ের এই সার্থকতার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। বিশ্বের শ্রেষ্ঠ হাসির গল্পগুলিকেই মুখ্যত সংক্ষেপে সংকলিত করেন তারাপদ রায় তাঁর রম্য রচনাবলীতে। দেশকালের সীমানা অতিক্রমকারী এ-সব গল্প কোনও যে বিশেষ লেখকের রচনা তা নয়। সব যুগের সব রসিক মানুষের আড্ডায় এর অবস্থান। এরই পাশাপাশি তারাপদ রায় নিপুণভাবে জুড়ে দেন তাঁর নিজস্ব অভিজ্ঞতা থেকে সমধর্মী কিছু স্বাদু গল্প এবং সরস মন্তব্য। এমনই নিখুঁত সেই জোড় যে, আলাদা করে চেনাই যায় না। শুধু যা বস্তুতই চমক জাগায়, তা হল, হাসির গল্পের এমন অফুরন্ত স্টক তাঁর হল কী করে। সত্যিই তারাপদ রায়ের খোশগল্পের ভাণ্ডারটি যেন, দ্রৌপদীর শাড়ির মতই, অনিঃশেষ। ভাঁজে-ভাঁজে অফুরন্ত কৌতুক, অনাবিল হাসির ছটা। এই নতুন সংকলন আরও একবার সেকথা প্রমাণ করবে। প্রেম থেকে পুলিশ, মাতাল থেকে ভুলোমন, হোটেল থেকে রুপোলি পর্দার অন্তরালে, বাড়িভাড়া থেকে বিবাহবিচ্ছেদ, বোকামি থেকে উপসর্গ, কুকুর থেকে নালিশ, কৌতূহল থেকে সাবান, পোশাক থেকে আবহাওয়া, রবীন্দ্রনাথ থেকে মধুচন্দ্রিমা— এমনতর অজস্র বিচিত্র ও চেনা-অচেনা প্রসঙ্গে একের-পর-এক তুমুল হাসির গল্প ও ঘটনার সন্নিবেশে ‘জ্ঞানগম্যি’ রম্য গল্পের এক নতুন স্বর্ণখনি।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.