এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম তসলিমা নাসরিন—এই বহু উচ্চারিত বাক্যবন্ধে তাঁকে সবটা ধরা যায় না, আমরা জানি। তবু এও সত্য, তসলিমা কি জীবনে, কি সাহিত্যে প্রতিবাদের প্রবাদপ্রতিমা। শতাব্দীর শেষ দশকে তাঁর আত্মপ্রকাশ। সেই সময়ে এই স্পষ্টবাক্ লেখিকা যে-অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন, তার আলো ও উত্তাপ এখনও সমান সক্রিয়। নিজের জীবন দিয়ে যা অনুভব করেছেন, সয়েছেন, দেখেছেন, তাকে তিনি কখনও সুতীক্ষ্ণ গদ্যে, কখনও কাব্যভাষায় অকপটে প্রকাশ করেছেন কোনও রাখঢাক ছাড়াই। এই মুহূর্তে তসলিমার ‘জলপদ্য’ আর এক বিস্ফোরণ। এই বইয়ের প্রতিটি কবিতা বজ্রবিদ্যুতের মতো আছড়ে পড়েছে বহমান জীবনের মাঝখানে। এখানে আছে তাঁর সেই বিতর্কিত অথচ হৃদয়ছোঁয়া কবিতা ‘আমার মায়ের গল্প’। যেখানে তিনি লিখেছেন ‘পৃথিবীতে এক দুঃসহ জীবন ছিল মা’র, মা’র মনে নেই’। কোনও কিছুর তোয়াক্কা না-করে তাঁর নির্ভীক উচ্চারণ: ‘কবিতার জন্ম দিতে গেলে নারী হতে হয় আগে’। যেন তসলিমার হৃৎপদ্মের আলপনা। গ্রন্থনামের কবিতাটি: ‘কাকে দেব জলপদ্ম, এই পদ্য/যে ছিল নেবার, তার যাবার/তাড়া ছিল তাই চলে গেছে’। নতুন শতকের সূচনালগ্নে ‘জলপদ্য’ কাব্যপ্রেমীদের কাছে এক আশ্চর্য প্রাপ্তি।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.