‘সংগীত কেবল চিত্তবিনোদনের উপকরণ নয়, তা আমাদের মনে সুর বেঁধে দেয়, জীবনকে একটি অভাবনীয় সৌন্দর্য দান করে।’—রবীন্দ্রনাথের এই ব্যক্ত বিশ্বাসের মূর্ত দৃষ্টান্ত আজ তাঁর নিজেরই গান। শুধু বিনোদনের বিষয় নয় রবীন্দ্রসংগীত। দরদী ও মনস্ক শ্রোতা এ-গানের গভীরে আজ আবিষ্কার করেন বহু সূক্ষ্ম অন্তর্বয়নের কারুকাজ, যা পূজা-প্রেম-প্রকৃতির ত্রিধারা থেকে উপচিত হয়ে বহুধাবিস্তারে ছড়িয়ে যায়। ‘আমাদের নির্জন এককের গান, য়ুরোপের সজন লোকালয়ের গান’—এমনতর এক বিশ্লেষণে ভারতীয় সংগীতকে একদা সনাক্ত করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রসংগীতও সম্ভবত তাই। ভারতীয় গান, বিশেষত বাংলা গানের পরম্পরায়-নির্জন, একক। এ-গ্রন্থের পাঁচটি বিস্তৃত নিবন্ধ সেই অবিস্মরণীয় গীতিস্রষ্টার কৃতি ও সংবেদকে ধরতে চেয়েছে তত্ত্ব ও তথ্যের সম্পন্ন সমন্বয়ে। একদিকে অনন্য বিশ্লেষণে উন্মোচিত রবীন্দ্রসংগীতের সত্তা ও স্বরূপ, অন্যদিকে স্বতন্ত্র বীক্ষায় আলোকিত তার গীতবাণীর অন্তঃস্বভাবের লাবণ্য। রবীন্দ্রসংগীত বিষয়ে গ্রন্থমালায় এক অপরিহার্য সংযোজন এই গ্রন্থ।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.