রবীন্দ্রনাথকে যাঁরা দেখেছেন, সুপ্রসিদ্ধ ঐতিহাসিক সুশোভন সরকার সেই বিরল ভাগ্যবান ব্যক্তিদের অন্যতম। ভাগ্যবান আমরাও, রবীন্দ্রনাথকে দেখার সেই অমূল্য স্মৃতিটুকু তুলে ধরার জন্য যখন তিনি কলম ধরলেন। লিখলেন, ‘রবীন্দ্রনাথ: কিছু স্মৃতি’। শুরুতে অবশ্য তাঁর সামান্য দ্বিধা ছিল। কেন না, তাঁর চোখে রবীন্দ্রনাথের কিছু দুর্বলতার পরিচয়ও ফুটে উঠেছিল। কিন্তু সে-দ্বিধা কাটিয়ে যখন কলম তুলে নিলেন তিনি, আমরা পেয়ে গেলাম মামুলি রবীন্দ্র-স্তুতির বাইরে এক অকপট, নির্ভীক, অসামান্য স্মৃতিচারণা। তাঁর মতো ব্যক্তিই পারেন এ-জাতীয় সশ্রদ্ধ এবং নিরপেক্ষ রচনা লিখতে, যে-লেখা উদ্বুদ্ধ করে নতুন আলোয় রবীন্দ্রনাথকে দেখতে। ‘রবীন্দ্রনাথ: কিছু স্মৃতি’ নামের এই সাড়া-জাগানো লেখাটি ছাড়া এ-বইতে আরও দুটি বিশ্লেষণাত্মক নিবন্ধ সংযোজিত। একটিতে তিনি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, রাষ্ট্রিক চিন্তা, দার্শনিক বিশ্বাস সম্পর্কে প্রগতিবাদীদের বহু ভুল মনোভঙ্গিকে ধরিয়ে দিয়েছেন এবং রাষ্ট্রিক ও সামাজিক অগ্রগতির পথের সহায়ক রূপে সামগ্রিকভাবে রবীন্দ্রনাথ কতদূর গ্রহণযোগ্য তার বিচার করেছেন। আরেকটি প্রবন্ধে উনিশ শতকের বাংলাদেশে নবজাগরণের সঙ্গে রবীন্দ্রনাথের যোগসূত্রটি কোথায় তা দেখিয়েছেন সুশোভন সরকার, অত্যন্ত ধারালো যুক্তি, প্রখর চিন্তাশক্তি এবং প্রগাঢ় পাণ্ডিত্যসহকারে।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.