বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে প্রোফেসর শঙ্কু অনন্য। যে-কোনও অঙ্ক, তা যত কঠিনই হোক, মুহূর্তে কষে দিতে পারা ও যে-কোনও প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারা ‘রোবো’ থেকে আরম্ভ করে পনেরো সেকেন্ডের মধ্যে রঙিন ছবি প্রিন্ট হয়ে বেরিয়ে আসা ক্যামেরা ‘ক্যামেরাপিড’, তিন মিনিটের মধ্যে যে-কোনও ভাষার কথা বাংলায় অনুবাদ করে দেওয়া আশ্চর্য যন্ত্র ‘লিঙ্গুয়াগ্রাফ’, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ ও এক্স-রে— এই তিনটি জিনিসেরই কাজ করতে পারে এমন একটি অদ্ভুত চশমা ‘অম্নিস্কোপ’ প্রভৃতি কী না তিনি আবিষ্কার করেছেন!
এমন যে বিশ্ববিদিত প্রোফেসর শঙ্কু, যাঁর কীর্তিকথা যেমন রোমহর্ষক তেমনই কৌতূহলোদ্দীপক, আমাদের কাছে অপরিচিতই থেকে যেতেন, যদি না সত্যজিৎ রায় তাঁকে আমাদের সামনে এনে হাজির করতেন। এ বইটিতে দি গ্রেট প্রোফেসর শঙ্কুর পাঁচটি রোমাঞ্চকর অভিযানের দীর্ঘ কাহিনী লিপিবদ্ধ করেছেন সত্যজিৎ রায়, যে কাহিনীগুলির ঘটনাস্থল পৃথিবীর চারটি বৃহৎ মহাদেশ এবং সমুদ্রগর্ভ।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.