দশ বছর বয়সে ‘বাল্মীকিপ্রতিভা’-য় বালিকার ভূমিকায় অভিনয়। সেই বালিকার বিপরীতে দস্যু রত্নাকরের ভূমিকায় অশোকতরু বন্দ্যোপাধ্যায়। পুরোদস্তুর গাইয়ে হয়ে ওঠার আগে কলকাতার মঞ্চে এক নিয়মিত নৃত্যজীবন তাঁর, কিশোরীবেলায় নাচ শিখেছেন নিয়ম করে, মঞ্চে নৃত্যনাট্যে তিনি কখনও অর্জুন, কখনও উত্তীয়। কণ্ঠে তখন সাগর সেন বা চিন্ময় চট্টোপাধ্যায়। আবার নিজের স্কুলজীবনের অনুষ্ঠানে হয়তো গাইছেন কিশোরী সহপাঠী মমতাশঙ্কর, নেচেছেন ইন্দ্রাণী।রবীন্দ্রগানে দেবব্রত বিশ্বাসের একান্ত ছাত্রী ইন্দ্রাণী সেন জীবনভর অসংখ্য নৃত্যনাট্যে গান গেয়ে ‘চরিত্র’ হয়ে উঠেছেন, কত যথার্থ গুণীজনের সাহচর্যে, কত অনুপম প্রযোজনার অংশী হয়েছেন। রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁরই নির্দেশে প্রযোজিত নৃত্যনাট্যগুলির মঞ্চায়নের আখ্যান থেকে এই বই-এর শুরু। লেখক অনুপুঙ্খ নথির সঙ্গে মিশিয়ে দিয়েছেন বহু বিস্ময়-জাগানিয়া বিশ্বস্ত বয়ান। শান্তিনিকেতনের বাইরে মহানাগরিক ও প্রান্তিক পরিসরে, এমনকী ভিনদেশেও রবীন্দ্রনাথের তিনটি নৃত্যনাট্যের নানা সৃজনশীল প্রযোজনা, বহু শৈলী ও ধারার জন্ম ও বয়ে চলা, সবকিছুরই এক জরুরি আখ্যান এই সনিষ্ঠ গবেষণায়।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.