রবীন্দ্রনাথের অলোকসামান্য দীর্ঘজীবন শুধু ব্যাপ্তিতে নয়, বৈচিত্র্যেও অনন্যোপম। রবীন্দ্রচর্চার একটি বড় অংশ কবির জীবনী। নানা সুধী-মনীষী তাঁর জীবনী রচনা করেছেন বিভিন্ন দৃষ্টিকোণে, নানা আঙ্গিকে। সুপ্রিয় ঠাকুরের ‘রবীন্দ্রনাথ’ কবিজীবনকথার ঐশ্বর্যধারায় আর একটি বিশিষ্ট সংযোজন। তবে এই সংক্ষিপ্ত রবীন্দ্রজীবনী গবেষকদের জন্য নয়। অল্পবয়স্ক পাঠক-পাঠিকা ও সাধারণ রবীন্দ্র-অনুরাগীদের কথা মনে রেখে লেখা হয়েছে এই বই। সংক্ষিপ্ত হলেও কবির জীবন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা গড়ে দেবে এই রচনা। সেই মহাজীবনের কথা এমনভাবে আগে কেউ বলেননি। তাই নানা রবীন্দ্রজীবনী থাকা সত্ত্বেও এই গ্রন্থ এক স্বাতন্ত্র্যচিহ্নিত সৃষ্টি। রবীন্দ্রনাথ আমাদের ‘চিরপথের সঙ্গী’। তাঁর সমগ্র সাহিত্য ও গান ভারতবাসীর কাছে মহার্ঘ সম্পদ। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য অপূর্ণ। তাঁর কাছে দেশের মানুষের ঋণ অপরিমেয়, কোনওদিন তা শোধ হবার নয়। জন্ম থেকে প্রয়াণ পর্যন্ত কবির যে-বর্ণময়, কর্মময় জীবন, তা সহজভাবে, বাহুল্য বর্জন করে, তথ্যভার কমিয়ে, গল্পের মতো স্বাদু ভঙ্গিতে পরিবেশিত হয়েছে এই গ্রন্থে। সব মিলিয়ে রবীন্দ্রজীবনের এ এক অনবদ্য রূপরেখা।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.