এক অন্বেষণের মন নিয়ে এই গ্রন্থের অবতারণা। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সব কিছুর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রপ্রবাহও বাংলা সাহিত্য জগতে এক বিশেষ স্থান অধিকার করেছে। সেই পত্রগুচ্ছ পড়তে পড়তে যখন বহু গানের জন্মসূত্র খুঁজে পাওয়া যায় তখন পাঠকমন অনুসন্ধিৎসু হয় আরও জানতে। রবীন্দ্রসংগীত যা প্রত্যেক বাঙালির অন্তরের ধন তার সম্বন্ধে আরও কৌতূহলী করে তোলে। বিশেষত এইসব চিঠিতে যখন ধরা দেয় রবীন্দ্রমনন, ভিন্ন বিষয়ে তাঁর ভাবনা। এই অন্বেষণে বহু চিঠিতে সংগীত বিষয়েও গুরুদেবের ভাবনা এবং বিশ্লেষণের সূত্র মেলে। তাঁর সংগীত রচনার বিপুলতা ও বৈচিত্র্য আমাদের অভিভূত করে। মানব সমাজের সুখদুঃখের ঘাতপ্রতিঘাত যে এক বিরাট ছন্দে এই সংগীতে ধ্বনিত হয়, তা আমাদের আশ্চর্য করে। পারিবারিক পরম্পরায় দেশি ও বিদেশি দুই সংগীতের ধারার যে মিশ্রণ ঘটেছে গুরুদেবের সংগীত রচনায়, তা রবীন্দ্রসংগীতকে এবং রবীন্দ্রনাথের সংগীত ভাবনাকে অনন্য করে তুলেছে। এই গ্রন্থ এক গবেষকের মন নিয়ে রবীন্দ্রনাথের রবীন্দ্রসংগীত ভাবনাকে অন্বেষণের একান্ত প্রয়াস।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.