এ এক গহন অরণ্য। অরণ্যের মাঝখানে এক বিশাল দিঘি। দিঘির পাড়ে এক জীর্ণ কুটিরে জল্পেশ্বরের বাস। হঠাৎই একদিন অরণ্যের নৈঃশব্দ্য ভেঙে, শান্তি গুঁড়িয়ে দিয়ে হাজির হয় চারজন মানুষ। জল্পেশ্বরকে তারা বলে, কয়েকদিনের জন্যে বেড়াতে এসেছে। কিন্তু সে বুঝতে পারে এই চারমূর্তি আসলে চারটি জঙ্গি সংগঠনের সদস্য। তাদের গোপন ষড়যন্ত্রের আস্তানা হিসেবে তারা জল্পেশ্বরের কুটিরকেই বেছে নিয়েছে। শঙ্কিত হয়ে ওঠে জল্পেশ্বর। বুঝতে পারে, এই দেশ, এই অরণ্য-প্রান্তর, এই শান্তি সৌন্দর্যকে ধ্বংস করে দিতে চায় এরা। বৃদ্ধ জল্পেশ্বর, দুর্বল জল্পেশ্বর বুঝতে পারে এদের সঙ্গে সে পেরে উঠবে না। কিন্তু এই চারজনকে নিবৃত্ত করবে কীভাবে? অসহায় জল্পেশ্বরের চোখের সামনে ঘটে যেতে থাকে ভয়ংকর সব দুর্ঘটনা। তবু প্রাণ থেকে প্রাণে বয়ে যাওয়া বহমান রক্তের স্রোত অনুভব করতে করতে, জল্পেশ্বর কেন কামনা করে এক পূর্বাপর পৃথিবীর অচ্ছেদ্য বন্ধন?
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.