অভিজিৎ মিত্র আর অপর্ণা বিশ্বাস দুই ভিন্ন জগতের ছেলে-মেয়ে । একজন আজন্ম কলকাতার একটি নিন্নমধ্যবিত্ত পরিবারের ছেলে আর অন্যজন একটা মফস্সলের ছোটো শিল্পশহরে বড়ো হয়ে ওঠা আঠেরো-উনিশ বছরের মেয়ে। অভিজিৎ সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি নিয়ে এসেছে সুরমাহাট নামের শিল্পশহরটায়। তার চোখে স্বপ্প যে সে একদিন তার বাবার কষ্ট দূর করবে।
আর অপর্ণার আট থেকে যোলো বছর বয়েসের মধ্যে তার পরিবারের সকলেই একের পর এক মারা যান। এমন একটা মেয়েকে সমাজ অন্ধকারে
ঠেলে দিতে চায়, স্বাভাবিক ভাবে বঁাচতে দেয় না। অপর্ণার স্বপ্ন সেই সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকার। কিন্তু সমাজ কী তাকে মেনে নেবে?
অভিজিৎ সুরমাহাটের কোথাও কোনো ঘর না পেয়ে, শেষপর্যন্ত স্থান পেয়েছে যেখানে কেউ থাকতে পারে না সেই অপর্ণার বাড়িতে ভাড়াটে
হিসেবে। স্বভাবতই সেই বাড়িতে অপর্ণা থাকে একা। শহরের সকলেই জানে যে অপর্ণা একটা নৃশংস ডাইনি। সে অনেক লোককে মেরে ফেলেছে।
তার পরিবারের সকলেই তার জন্যেই অকালে মারা গেছে।
অভিজিৎ কী এইসব কথায় কর্ণপাত করবে? আমোঘ নারকীয় অন্ধকার থেকে শেষ পর্যন্ত সুস্থ সমাজে তারা কী প্রাপ্য সম্মান অর্জন করতে পারবে? এই নিয়ে কাহিনি সুরমাহাটের ডাইনি।
Reviews
There are no reviews yet.