ক্যাপ্টেন হ্যাডক বললেন, ‘না না চাঁদে আর যাচ্ছি না! চুপচাপ বাড়িতে বসে বিশ্রাম নেব। আমি শান্তিতে থাকতে চাই।’ কিন্তু বললেই হল আর কি! বরদুরিয়ার লোকেরা প্রফেসর ক্যালকুলসকে অপহরণ করে। তাদের পিছন পিছন যায় টিনটিন, কুট্টুস আর ক্যাপ্টেন হ্যাডক। প্রফেসরকে আর তার নতুন আবিষ্কারকে উদ্ধার করার কাজটা মোটেও সহজ নয়। চতুর্দিকে গুপ্তচর ছড়িয়ে রয়েছে, আর ক্যালকুলাস রয়েছেন বাখিন দুর্গে। কিন্তু বরদুরিয়ানরা কি পারবে টিনটিনকে সামলাতে?.
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.