শিশুসাহিত্যপাঠের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের নামের সঙ্গে ছোটদের পরিচয় হয়। তিনি বিশ্বকবি, তিনি কবিগুরু, তিনি সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যিক—রবীন্দ্রনাথ সম্পর্কে এইসব অভিধা শেখে। কিন্তু তাদের এই বয়সে কবির সমগ্র জীবন, তাঁর কীর্তি ও কৃতি সম্বন্ধে সঠিক কোনও ধারণা ছোটদের মনে গড়ে ওঠে না। যদিও একটা সহজ ধারণা তৈরি করে দেওয়া অসম্ভবও নয়। তাঁর সর্বাঙ্গীণ প্রতিভা ও বিপুল সৃষ্টি এমনই বিস্ময়কর যে, বড়রাই রবীন্দ্রনাথকে সঠিক বুঝতে পারেন না। তবু ছোটদের অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথকে বোঝবার চেষ্টা করা উচিত। তারা নিজেদের মতো করেই নয় কবিকে বুঝবে, অনুভব করবে। হয়তো সেখানে কিছু ফাঁক থেকে যাবে। কিন্তু তাতে ক্ষতি নেই। কবির সঙ্গে পরিচিত হবার এই চেষ্টাতেই তৈরি হবে তাঁর প্রতি শ্রদ্ধা এবং তাঁকে আরও ভাল করে বোঝার আগ্রহ। আন্তরিকভাবে সেই প্রচেষ্টাই করা হয়েছে এই গ্রন্থে। ছোটদের মনের মতো করে গড়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের ছেলেবেলা থেকে আরম্ভ করে শেষ বয়স পর্যন্ত সময়ের একটি সহজ ধারণা। আবার শুধু জীবনী নয়, গল্পের ভঙ্গিতে লেখক এঁকেছেন রবীন্দ্রপ্রতিভার রূপরেখা। সব মিলিয়ে ছোটদের জন্য ছোটদের উপযোগী রবীন্দ্রজীবনকথা।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.